সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবং বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বুনিয়াদপুরে ধর্না সমাবেশ মহিলা তৃণমূল কংগ্রেসের। বুনিয়াদপুরে পুরনো বাসস্ট্যান্ডে দুপুর দুটো থেকে এই সমাবেশ শুরু হয়। বংশীহারী ব্লক এবং বুনিয়াদপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্না সমাবেশ।
আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক-বিরোধী উভয় পক্ষের এই ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছে। মহামান্য আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার সামলাচ্ছে সিবিআই। দীর্ঘ প্রায় ১৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও নির্ভয়ার তদন্তের গতিপথ নিয়ে কোন প্রকার অগ্রগতি হয়নি বলে একাংশের মত। ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল।
বুনিয়াদপুরের এই দিনে ধর্ণা সমাবেশে মহিলা কংগ্রেস নেতৃত্বর পক্ষ থেকে ধর্ষণ সংক্রান্ত কঠোর আইনের দাবি জানানো হয়। এর পাশাপাশি, অবিলম্বে আরজি কর কাণ্ডের সমস্ত দোষীদের সনাক্ত করে ফাঁসির মত কঠিন শাস্তির দাবি জানানো হয়। এই বিষয়ে বংশীহারী ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী রিনা সরকার জানান, ' বিরোধীরা একটি জঘন্য ঘটনা নিয়ে রাজনীতি শুরু করেছে,বাংলার মা বোনেরা এদের চক্রান্ত বুঝে গেছে, এই ঘটনার তদন্ত করতে সিবিআই আমরা জানতে চাই এতদিনেও কেন দোষীদের সনাক্ত করা গেল না,'।