বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর: রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে আগামীকালের দক্ষিণ দিনাজপুর জেলায় ডাকা ১২ ঘণ্টার বন্ধ প্রত্যাহার করল আদিবাসী সংগঠন। বংশীহারী ব্লকের এক আদিবাসী নাবালিকার ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনার প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
রবিবার দুপুরে জেলা পুলিশের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর, বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে সংগঠনের সদস্যরা এই সিদ্ধান্তের কথা জানান। সংগঠনের নেতারা বলেন, “মুক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করেই আমরা বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নাবালিকার ওপর এই মর্মান্তিক হামলায় জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়েছে।
যদিও সংগঠনের সদস্যরা স্পষ্ট করে দিয়েছেন, “যদি এই ঘটনার সঠিক বিচার না হয়, তবে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করব না।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা এখন কড়া নজরদারিতে থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।