আপনার নিউজ ডেক্স:- (Weather Update) আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুসারে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরের পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। নবান্নর পক্ষ থেকে উত্তরে জেলাগুলোর জেলাশাসককে সতর্ক করা হয়েছে এই বিষয়ে।
আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, তা থেকে আগেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। তা এ বার ঘনীভূত হয়ে গিয়েছে নিম্নচাপে। এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপর তা অবস্থান করছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। পৌঁছে যাবে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের কাছে। এ ছাড়াও জোড়া অক্ষরেখা গিয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। বিকানের, দামোহ্, খাজুরাহোর উপর দিয়ে এসে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে বাংলায়।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার থেকে উত্তরের এই পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে আপাতত কোনও সতর্কতা নেই।