আপনার নিউজ ডেক্স:- ছোট ছোট চুল ঝুঁটি বাঁধা, গোলাপি সাদা জামা-প্যান্ট পরে ছোট্ট মেয়ে তিন চাকার সাইকেলে বসে পোজ দিয়েছে। ক্যামেরার উল্টোদিক থেকে কেউ বড় যত্ন নিয়েই ছবিটি তুলে দিয়েছে। এই ছোট্ট মেয়েটিকে চেনেন? জানেন, এই মেয়েই আজ বলিউড (Bollywood) কাঁপাচ্ছে? তার স্বামীও একজন বলিউড সুপারস্টার। আর এই খুদে আজ বলিউডের হার্টথ্রব। তিনি আর কেউ নন, বলিউডের ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
মিডিয়াতে স্ত্রীর ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন রণবীর। ছুটির দিনে তিনি পাড়ি জমিয়েছিলেন শ্বশুরবাড়িতে। দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে হাজির হয়েছিলেন রণবীর সিং। শাশুড়ি মায়ের হাতে খাওয়া-দাওয়াটা বেশ ভালোই জমিয়ে হয়েছে। তারপর আড্ডা দিতে দিতে তিনি দীপিকার ছোটবেলার ছবিটি খুঁজে পেয়েছেন। এত মিষ্টি একটি ছবি থেকে চোখ ফিরিয়ে নেওয়া যায় না! রণবীর সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার করার লোভ সামলাতে পারেননি।