মালদা, তনুজ জৈন; ০৫আগষ্ট: সোমবার মালদহের চাঁচল সদরের নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদী পরিদর্শন করলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।সঙ্গে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়,চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা,বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া ও চাঁচল গ্রাম পঞ্চায়েত ও চাঁচল ১ পঞ্চায়েত সমিতির জন-প্রতিনিধিরা।
স্থানীয়দের অভিযোগ,মরামহানন্দা নদী দখল হওয়ায় জল নিকাশি মুখ থুবড়ে পড়েছে।একই অভিযোগ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের।চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন,নদী সংস্কার নিয়ে জেলাশাসক পরিকল্পনা নিয়েছেন। সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করা পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।