মালদা;০১অগাষ্ট, তনুজ জৈন:- এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছাড়ালো মালদহের হরিশচন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে।ঘটনায় পুলিস ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃত গৃহবধূর নাম জোৎস্না খাতুন (৩০)।তার বাড়ি দক্ষিণ রামপুরে।মৃত্যুর কারণ অনুসন্ধানে দেহ ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দশ বছর আগে রামপুর এলাকার বাসিন্দা নুর ইসলামের সঙ্গে বিয়ে হয় জোৎস্না খাতুনের।তাদের বর্তমানে তিন ছেলে মেয়ে রয়েছে।মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়।বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে নিজের শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।গৃহবধূর ভাইয়ের অভিযোগ, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আর এই মৃত্যুর পিছনে গৃহবধূর শ্বশুরবাড়ির সবাই জড়িত।অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।