দিলদার আলী; আপনার নিউজ:- কুশমন্ডি ব্লকে দক্ষিন সিংতোড় এলাকায় অঙ্গনারী সেন্টার মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করছেন অঙ্গনারী কর্মী সাইনুর খাতুন ও গর্ভবতী মহিলা ও শিশুরা। উল্লেখ্য কুশমন্ডি ব্লকে পয়লা আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হবে । এই দক্ষিণ সিংতোড় অঙ্গনারী সেন্টার ৯০ জন ছাত্র-ছাত্রী রয়েছে এলাকায় গর্ভবতী মহিলাদের শিশু দের র্যালি করা হয় বলে জানান ওনার কর্মী সাইনুর খাতুন। এই উদ্যাগে সাধুবাদ জানাই এলাবাসী।
বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে শুরু হয়েছে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ। এ বছরের প্রতিপাদ্য ‘সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’। ১৯৯০ সালের ইতালির ফ্লোরেন্সে ইনোসেনটি গবেষণা কেন্দ্রের ঘোষণার সম্মানে ১৯৯২ সাল থেকে বিশ্ব স্তন্যপান সপ্তাহ সারা বিশ্বে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করতে একটি বৈশ্বিক প্রচারাভিযান। মাতৃদুগ্ধ সপ্তাহের প্রথম দিন ১ আগস্টকে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস হিসেবে শনাক্ত করা হয়েছে।
শুধুই মাতৃদুগ্ধ পান করালে বছরে আট লাখের বেশি শিশুর জীবন রক্ষা পাবে। যে শিশুদের বেশির ভাগেরই বয়স ছয় মাসের কম। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই। শিশুকে মায়ের দুধ খাওয়ালে মা ও শিশু দুজনেরই উপকার হয়। জন্মের ১ ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ দিলে মায়ের গর্ভফুল তাড়াতাড়ি পড়ে, সহজে রক্তক্ষরণ বন্ধ হয়, ফলে মা রক্তস্বল্পতা থেকে রক্ষা পায়। জন্মবিরতিতে সাহায্য করে, স্তন ও জরায়ুর ক্যানসার এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। শিশুর সর্বোচ্চ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ নিশ্চিত করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া হওয়ার প্রবণতা এবং এর তীব্রতার ঝুঁকি কমায়, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং কানের প্রদাহ কমায়, দাঁত ও মাড়ি গঠনে সহায়তা করাসহ অনেক উপকারিতা আছে।