দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূল কার্যালয় থেকে তৃনমূল কংগ্রেস কর্ম নাশা বাংলা বনধ চাই না সমর্থন করি না এর প্রতিবাদ কুশমন্ডি বিশাল মিছিল করলেন তৃণমূল সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় দঃদিনাজপুর জেলার পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম রেজা জাহির আব্বাস সেকেন্দার হক মারিয়াম মার্ডি সহ অনেকেই ।
এদিন বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ বাংলা অশান্ত করছে গুন্ডা বিজেপি বলে স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। কুশমন্ডি চৌরাস্তা বিজেপি কর্মীরে দেখে চরম উত্তেজনা তৃণমূলের সমর্থকরা কুশমন্ডি থানার বিশাল পুলিশ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করেন । এরপর তৃণমূল সমর্থকরা টোটচালকদের বলেন আজ কন বনধ নয় টোটচালক নির্ভয়ে যানবাহন চলাচল করছে। দোকান পাট খোলা রয়েছে বলে জানান জেলা পরিষদ সহকারী সভাপতি তথা দঃদিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি অম্বরিশ সরকার।এই বিষয়ে কুশমন্ডি ব্লকে তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন আজ আমরা রাস্তা নেমেছি বিজেপি ডাকা ১২ঘন্টা বাংলা বনধ ব্যার্থ হয়েছে সরকারি অফিস স্কুল সব খোলা রয়েছে রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম।