হিলি;২৬ আগস্ট সোমবার:- ত্রিমোহিনী প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরির সংস্কার ও নতুন গৃহ নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করলেন হিলি ব্লকের বিডিও সহ অন্যান্য বিভাগীয় দপ্তরের আধিকারিকগণ। সোমবার কৃষ্ণ অষ্টমীর শুভ পূর্ণ তিথিতে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় নতুন গৃহ নির্মাণের জন্য নবনির্মিত গৃহ নির্মাণের জন্য সূচনা করেন হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ মিহির সরকার দক্ষিণ দিনাজপুর জেলা টাউন লাইব্রেরির তনময় সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতপ্রধান বিথীকা ঘোষও ত্রিমোহনের প্রাক্তন লাইব্রেরিয়ান ধীরেন্দ্রনাথ দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বর্ষীয়ান লাইব্রেরীরপাঠকগণসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন
জানা গেছে যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী তে ১৯৭০ সালে ত্রিমোহিনী প্রাণ গোবিন্দ লাইব্রেরী হিসেবে স্থাপিত হয়। পরবর্তীতে এই লাইব্রেরীর উন্নতিকরনের পর 1987 সালে প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরী হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এই দীর্ঘদিনের এই লাইব্রেরী জরাজীর্ণ এবং এমনকি প্রবেশ পথে মাছের দোকান সহ অন্যান্য খাবার দোকান থেকে নোংরা আবর্জনা এমনকি ধীরে ধীরে লাইব্রেরী চত্বরে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বেহাল অবস্থায় পড়ে লাইব্রেরী। এর ফলে ধীরে ধীরে লাইব্রেরির পাঠকরা ও কমতে থাকেন। অন্যদিকে ভগ্নদশা হয়ে পড়ে লাইব্রেরীর ঘরগুলি। তাই এই নতুন রূপে লাইব্রেরীকে সাজাতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় নতুন করে নির্মান করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে নতুন গৃহ নির্মাণের জন্য সূচনা করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা লাইব্রেরিয়ান তন্ময় সরকার জানিয়েছেন যে খুব শীঘ্রই নতুন বিল্ডিং নির্মাণ করা হবে। তার সূচনা হলো আজ। এর পাশাপাশি লাইব্রেরীর সামনে নোংরা আবর্জনায় এবং মাছের দোকানগুলি বসে এগুলি যাতে না বসে এবং লাইব্রেরীর সুষ্ঠু পরিবেশ ফিরে আসে তাহার জন্য হোক প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে তিনি এমনটাই জানিয়েছেন।