ঘটনা উল্লেখ্য, দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে দেউল গ্ৰাম পঞ্চায়েত মানিকোর এলাকায় বাসিন্দা চন্দ্র কান্ত সরকার অসহায় দরিদ্র পরিবার । একমাত্র ছেলে প্রীতম চন্দ্র সরকার ও একটি মেয়ে রয়েছে। দীর্ঘ আট বছর ধরে সুয়ে বসে বাড়ি দিন কাটাচ্ছেন মানিকোর প্রাথমিক বিদ্যালয় ক্লাস ২য়ে ছাত্র অসুস্থ্য প্রীতম চন্দ্র সরকার বয়স ৯ বছর। সময়ে যত যাচ্ছে দিন দিন পা ফুলে উঠছে একটি পা ছোট একটি পা বড়ো আকার পরিনত হচ্ছে যা দেখে শিউরে অতঙ্কে রয়েছে মানিকোর প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী ও গ্ৰামবাসীরা। অসুস্থ্য প্রীতম চন্দ্র সরকার পরিবার অসহায় দরিদ্র কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই মতে ছেলে চিকিৎসা জন্য ছুটছেন সরকারি হাসপাতালে অসহায় বাবা মা।আর্থিক সমস্যার থাকায় চিকিৎসা করতে পারচ্ছে না অসুস্থ্য ছেলে বাবা চন্দ্র কান্ত সরকার সরকারি সাহায্য আর্জি জানিয়েছিলেন।
'আপনার নিউজ' খবরের জের, জটিল রোগে আক্রান্ত শিশুর পরিবারের সাথে দেখা করলেন সাংসদের প্রতিনিধি দল
আগস্ট ১৫, ২০২৪
0
Tags