দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে অনন্তপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পোকন কুমার সাহা ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করলেন।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় রেলি ও আবৃত্তি নৃত মধ্য পালিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনন্তপুর গ্রাম পঞ্চয়েত সদস্য ও সদস্যা মাননীয়া পদ্মনাথ বসাক ও মাননীয়া জাহানারা খাতুন। প্রাক্তন শিক্ষক আবুল কালম আজাদ। প্রাক্তন ভিইসি সদস্য মাননীয়
সৈয়দ আলী , আবু পিলতন মোহাম্মদ সাদেক, জাহাঙ্গীর আলম সহ অনেকেই। প্রধান শিক্ষক পোকন কুমার সাহা বলেন, আজ ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করা হল, আমাদের বিদ্যালয় ছাত্র ছাত্রীরা এইদিনে সংস্কৃত অনুষ্ঠানও করেছে।