বালুরঘাট:- বাংলার শস্য বীমা যোজনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে একটি ট্যাবলো উদ্বোধন করা হলো।
এই ট্যাবলো উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা। পাশাপাশি এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার উপ-কৃষি অধিকর্তা প্রণব কুমার মুখার্জি, উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক তনয় সাহা সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, প্রতিবছর বাংলার শস্য বীমা যোজনা সম্পর্কে ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হলে সরকারের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণ বাংলার শস্য বিমার মাধ্যমে প্রদান করা হয় সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই ট্যাবলো গোটা জেলায় প্রচার চালায় সেই মতোই আজ বাংলার শস্য বীমা সাধারণ মানুষকে সম্পর্কে সচেতন করতে আমরা এই ট্যাবলর উদ্বোধন করলাম।