দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিজেপি ১২ঘন্টা বনধ সফল করতে পথ নামলো বিজেপি। কুশমন্ডি স্কুল স্টেট ব্যাংক বিজেপি ফ্লাগ লাগিয়ে বনধ সফল এবং কুশমন্ডি চৌরাস্তা করতে মিছিল করা হয় বিজেপির কর্মকর্তাদের পক্ষ থেকে। এই সময় পুলিশ প্রশাসনের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মকর্তারা।
ছাত্র আন্দোলনে পুলিশী হামলা ও নারীদের সুরক্ষার দাবিতে আজ বাংলা জুড়ে চলছে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ। ইতিমধ্যেই এই বনধ কে সফল করতে রাস্তায় নেমে পড়েছে বিজেপির রাজনৈতিক কর্মকর্তারা। অন্যদিকে বিজেপির এই বনধ কে রুখে দিতে ময়দানে তৃণমূল। আজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বনধ সফল করতে বিভিন্ন ব্লকে রাস্তায় নেমেছে বিজেপি। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সবকিছু সচল রাখতে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জেলা জুড়ে বনধকে ঘিরে কিছু বিক্ষিপ্ত ঘটনা খবর পাওয়া গেছে।
কুশমন্ডিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক তাপস চন্দ্র রায়, অজিত সরকার, রাজেশ সরকার রিমা সরকার সহ অনেকেই। ঘটনাস্থল থেকে থেকে দুই জন বিজেপি কর্মী কে গ্ৰেপ্তার করা হয়েছে বলে জানান বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়। বনধ ব্যার্থ করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন বলে জানান জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়।