Type Here to Get Search Results !

মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন নিয়ে বাম কংগ্রেসের কর্মী সভায় তিন শতাধিক কর্মীকে নিয়ে কংগ্রেসে যোগ প্রাক্তন তৃণমূল প্রধানের

মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন নিয়ে বাম কংগ্রেসের কর্মী সভায় তিন শতাধিক কর্মীকে নিয়ে কংগ্রেসে যোগ প্রাক্তন তৃণমূল প্রধানের, টাকা ছাড়া তৃণমূলে কিছু হয় না বিস্ফোরক দলত্যাগী ওই নেতা, মাদ্রাসায় শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি বাম কংগ্রেস নেতৃত্বের।


মালদা;তনুজ জৈন;২৮আগস্ট: সামনেই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে বাম কংগ্রেসের কর্মী সভা। সেখানেই কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তার হাত ধরে কংগ্রেসে এলেন আরও তিন শতাধিক কর্মী। 


কংগ্রেসে যোগ দিতেই একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন। অন্যদিকে এই কর্মী সভায় নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার দাবিতে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন বাম কংগ্রেস নেতৃত্ব। আরজিকর কান্ডের কথা উঠে আসলো প্রদেশ কংগ্রেস নেতার মুখে। যদিও এই যোগদান কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলে টাকা ছাড়া কিছুই হয় না।তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করলেন মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোবারক হোসেন।আগামী ৮ সেপ্টেম্বর রয়েছে হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। মিলনগড় সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ছিল বাম কংগ্রেসের কর্মী সভা।সেই কর্মী সভায় প্রায় তিন শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন প্রধান মোবারক। ওই দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস নেতা মোস্তাক আলম ও বাম নেতা জামিল ফিরদৌস। আর দলে যোগ দিয়ে মোবারকের দাবি তৃণমূলে টাকা ছাড়া কিছুই হয় না। পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া হয় টাকার বিনিময়ে। এলাকা থেকে তৃণমূলকে সাফ করার ডাক দিয়েছেন তিনি।যদিও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের যুব সভাপতি মনিরুল আলম বলেন, ভিত্তিহীন কথাবার্তা বলছেন।উনিতো কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে প্রধান হয়ে ছিলেন।তারপরে আড়াই বছর তৃণমূলের প্রধান হয়ে কাজ করেছেন।এখন আবার কংগ্রেসে ফিরে যাচ্ছেন।উনার নিজের ভাইপোই তো তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান।তাহলে সে ক্ষেত্রে বলতে হয় ওর ভাইপোও চোর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side