সুশোভন সিংহ; বালুরঘাট:- ২০১১ সালের পর থেকে তৃণমূল সরকারের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য পরিষেবা মূলক অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ, স্বাস্থ্য বিষয় নিয়ে। এবার সেই বিষয়ে সমাধানের পথে এগুলো রাজ্য সরকার। জেলায় নতুন করে আরও ৩৪টি উপস্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টার চালুর উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra)। বুধবার বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসনিক ভবন চত্বরের বালুছায়ায় অনুষ্ঠিত উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র জেলায় মেডিকেল কলেজ তৈরি বিষয় আশ্বস্ত করেন।
২০২২ এ কোভিড পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য প্রতি ৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে উপস্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। বিগত বছরগুলোতে জেলায় ৬৭টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন ব্লকে। এদিন উদ্বোধন হওয়া ৩৪টি নিয়ে জেলায় আপাতত ৩০৭টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। উদ্বোধন হওয়ার নতুন স্বাস্থ্য কেন্দ্র গুলি হল গঙ্গারামপুরে তিনটি, হিলিতে একটি, তপনে ১২টি, কুশমণ্ডিতে সাতটি এবং হরিরামপুরে ১১টি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, সিএমওএইচ সুদীপ দাস, দুই বিধায়ক তোরাব হোসেন মণ্ডল ও রেখা রায় সহ অন্য আধিকারিকরা।