আপনার নিউজ ডেক্স:- মালদা এবং দুই দিনাজপুরে প্রায় ৭০০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border)। এই মুহূর্তে আগুনের উপর দাঁড়িয়ে প্রতিবেশী দেশ। বৃষ্টিতে ক্রমাগত হিংসার ঘটনা বাড়ছে। এই অবস্থায় আশঙ্কা রয়েছে ভারতে অনুপ্রবেশেরও। পরিস্থিতি বুঝে দু’দেশের সীমানা সিল করে দিয়েছে ভারত সরকার। সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানের সংখ্যা। এতেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই মালদা (Malda) ও দুই দিনাজপুর জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনা। তিন জেলায় নিযুক্ত বিএসএফের ব্যাটালিয়নকে হেলিপ্যাড তৈরি রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এনিয়ে রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগকেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও হিলি সীমান্ত দিয়ে শুরু হয়েছে আমদাদি রপ্তানি।
মালদার মহদীপুর ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি বাণিজ্য হয় দুই দেশের মধ্যে। তবে উত্তাল বাংলাদেশের ফলে ভারত সীমান্তে আটকে রয়েছে নিত্য পণ্যবাহী বহু ট্রাক। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয় দিল্লিতে। এর পরে দেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দেশ আসে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে। সূত্রের খবর অনুসারে রাতের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের হিলি, মালদার মহদিপুর ও উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্তে ৩০-৪০ জনের একেকটি দল গঠন করে সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি এই অঞ্চলগুলোতে হেলিপ্যাড তৈরি করারও নির্দেশ দেয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে।
আওয়ামী লীগ সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। আগুনে লেলিহান শেখা দেশজুড়ে। এরই মাঝে দেশটি গণমাধ্যমের খবর অনুসারে জেলে বন্দি বহু জঙ্গি সুযোগ বুঝে জেল ভেঙ্গে পালিয়েছে। এমতাবস্থায় সেইসব কুখ্যাত জঙ্গিরা যেন ভারতে কোনভাবে অনুপ্রবেশ না করতে পারে সেই দিকে করা নজর রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের। বিএসএফ ক্রমাগত পাহারায় রয়েছে এই অঞ্চলগুলোতে।