আপনার নিউজ ডেক্স:- রাজ্যে আরজি কর ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যের পাশাপাশি গোটা দেশে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে অনেকে। সহকর্মীকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন। তবে এবার এই আন্দোলনের মধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপি এবং সিপিএম। স্বাধীনতা দিবসের পূর্বলগ্নে বুধবার এ বিষয়ে বিরোধীদল গুলোকে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।’’
চলতি মাসে ৫ তারিখে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ পতন হয় হাসিনা সরকারের। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পেছনে আমেরিকা এবং জামাতের হাত আছে বলে অভিযোগ করেছিল আওয়ামী লীগ। এবার কার্যত সেই বিষয়টি মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেহালায় প্রাক্-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই আরজি করের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি। মমতার কথায়, ‘‘আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওঁরা হাই কোর্টে গেলেন।’’