Type Here to Get Search Results !

জানেন মুকেশ আম্বানির ১ ঘন্টার আয় কত? রোজ কত টাকা আয় তার?



আপনার নিউজ ডেক্স:- ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির জীবনযাপন, তার এবং তার পরিবারের ‌জীবনধারণের কৌশল ও সর্বোপরি মুকেশ আম্বানির রোজগার নিয়ে সোশ্যাল মিডিয়াতে বারবার চর্চা চলে। নিজের তিন সন্তানের বিয়েতে জলের মতো টাকা খরচ করেছেন এ ব্যবসায়ী। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির মাসে রোজগার কত? তার মোট সম্পত্তির পরিমাণ কত? কোথায় কত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার? এই প্রশ্ন সাধারণের মনের ঘোরে। তবে জানেন কি মুকেশ আম্বানি এক ঘন্টায় যে রোজগার করেন তাতে সাধারণ কোনও ব্যক্তির সারাজীবনের ভরণপোষণ চলে যায়?


মুকেশ আম্বানির নামে রয়েছে বিপুল সম্পত্তি। ধীরুভাই আম্বানির পর বাবার কোম্পানি দেশে-বিদেশে আরও বিস্তৃত করেছেন তিনি। তিনি এবং তার পরিবার স্বভাবতই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। মুম্বাই শহরের বুকে মুকেশ এবং তার পরিবার যে বাংলোতে বসবাস করছেন সেই বাংলো ভারতের সবথেকে দামি বাংলো। সেখানে সবসময় ত্রিস্তরীয় নিরাপত্তা জারি করা থাকে। মুকেশ আম্বানির এই বিলাসবহুল আবাসনের দামই ৮ হাজার কোটি টাকা।


মুকেশ আম্বানির নিরাপত্তা অনেক বড় ইস্যু। সেখানে কোনও গাফিলতি করা হয় না। তিনি যখন বাড়ি থেকে বাইরে বের হন তখন তার সঙ্গে দশটি গাড়ির কনভয় থাকে। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে রাখা হয় তাকে। তার গ্যারেজ নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িতে ঠাসা। দেশে ছাড়া বিদেশেও তার নামে অনেক সম্পত্তি আছে। মুকেশ আম্বানির দৈনন্দিন আয় কত জানেন? এক সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ১৯১.৭১ কোটি টাকা উপার্জন করেন তিনি!


১ ঘন্টায় মুকেশ আম্বানির আয় কত?


এই মুহূর্তে রিলায়েন্স কোম্পানির দৈনন্দিন লাভ হচ্ছে ৭২.৭৪ কোটি টাকা। রিলায়েন্স কোম্পানির ৫৬,১৫৬ কোটি টাকার রফতানি হয়েছে। গড় হিসেবে দৈনন্দিন ‌রফতানি হয়েছে ৬১৭ কোটি টাকা এবং প্রতি ঘন্টায় ২৫.৭১ কোটি টাকা রফতানি হয়। বর্তমানে ভারতের বাজারে রিলায়েন্স রিটেল এবং জিও প্ল্যাটফর্ম সর্বাধিক জনপ্রিয়। এই দুই ক্ষেত্রে তাই বড় অঙ্কের অর্থ উপার্জন করছে কোম্পানি। ভারতে বর্তমানে প্রতি ঘন্টায় জিওর উপার্জন ১০.১৯ কোটি টাকা এবং রিটেল থেকে উপার্জন হচ্ছে ১৭.৬৪ কোটি টাকা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side