Type Here to Get Search Results !

Tapan Railline News: বাউল থেকে 'তপন' হয়ে বুলবুলচন্ডি পর্যন্ত রেলপথের পরিকল্পনা শুরু! বিস্তারিত জানালেন বিধায়ক



সুশোভন সিংহ ; আপনার নিউজ :- লোকসভা ভোটে তপন বিধানসভা থেকে বিপুল পরিমাণে লিড পেয়েছিল বিজেপি। ভোট প্রতিশ্রুতি হিসেবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল তপনের মধ্য দিয়ে হবে রেলপথ। এবার কাজও তো তার পরিকল্পনা শুরু করে দেয়া হলো জেলা বিজেপি পক্ষ থেকে। মল্লিকপুর থেকে মালদা বুলবুলচন্ডি পর্যন্ত রেলমন্ত্রীর কাছে নতুন রেলপথের আবেদন করলেন তপনের বিধায়ক বধুরাই টুডু। ইতিমধ্যেই প্রাথমিকভাবে রেল পথের নকশা তৈরি করা হয়েছে জেলা বিজেপি পক্ষ থেকে। সেই নকশা অনুসারে বাউল মল্লিকপুর স্টেশন থেকে বিকুচ তপন করদহ ভিকাহার হয়ে এবং মালদা জেলার মধ্যে নালাগোলা পাকুয়াহাট বুলবুলচন্ডি পর্যন্ত তৈরি হবে নতুন রেলপথ। 


এই বিষয়ে তপনের বিধায়ক জানান, বাউল থেকে বুলবুলচন্ডির এই নতুন রেলপথ হলে এই দুই জেলার এইসব প্রান্তের মানুষদের বিপুল উন্নতি হবে। যোগাযোগ বাড়লে ব্যবসা বাড়বে। বোল্লা মেলায় আসার নতুন যোগাযোগ পথ তৈরি হবে। রেলমন্ত্রীর কাছে আবেদন করেছি এই নতুন রেলপথের জন্য। বিধায়ক আরো জানান ইতিমধ্যে এই বিষয়ে একলাখি বালুরঘাট রেল উন্নয়ন কমিটির পক্ষে গৌতম চক্রবর্তীও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে জানিয়েছেন। 


সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রেলের উন্নয়নকে হাতিয়ার করে ভোট রাজনীতির বৈতরণী পার করেছিল বিজেপি। রেল নিয়ে জেলায় একগুচ্ছ উন্নয়নের অঙ্গীকার করেছিলেনন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ড.সুকান্ত মজুমদার। জেলার বিশেষজ্ঞদের একাংশ মতে নতুন এই রেলপথটি হলে হলে মালদা শহরের উপর অনেক ট্রেনের চাপ কমবে বলে জানানো হয়েছে। এছাড়াও বোল্লা মেলার সময়ে বহু পূণ্যার্থী মালদা জেলার এই প্রান্ত থেকেও আসতে পারবেন। এর পাশাপাশি বালুরঘাট থেকে মালদার মধ্যে দূরত্ব অনেকটা কমবে। 


এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, ' দীর্ঘদিনের দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ মানুষের দাবি এই রেলপথ, রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আমরা খুব আশাবাদী ভবিষ্যতে মাননীয় রেলমন্ত্রী পক্ষ থেকে এ রেলপথ কে অনুমোদন দেওয়া হবে',।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side