দিলদার আলী ; কুশমন্ডি :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত বারোঘরিয়া এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে পঞ্চায়েতের পুকুর চাষাবাদ করে ওই এলাকার স্থানীয় মানুষেরা গ্রামে হরিবাসর করতেন। বর্তমানে সেই পুকুর পঞ্চায়েতে তরফ থেকে টেন্ডার দেওয়ায় হরিবাসরের আর্থিক সঙ্গতির দিশা না মেলায় ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে পঞ্চায়েত পুকুরে বিজেপি দলের ফ্ল্যাগ লাগানো হয়। এই ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
ঘটনা উল্লেখ্য, গত ১৬ তারিখ কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতে ওপেন টেন্ডার হয়। এই বছর পঞ্চায়েত পুকুর টেন্ডার পেয়েছে তৃণমূল কর্মী মহেশ চন্দ্র রায় ও বিমল রায়। আর এর পরে স্থানীয় হরিবাসর কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদান চাইলে মহেন্দ্র ও বিমল তা দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এই বিষয়ে গ্ৰামবাসী টুলু মার্ডি বলেন, আমাদের বারোঘরিয়া এলাকায় হরিবাসর রয়েছে, প্রতি বছর আর্থিক অনুদান দেওয়া হয়ে এই বছর হরিবাসর আর্থিক অনুদান দিচ্ছে না তৃণমূল কর্মী মহেশ চন্দ্র রায় ও বিমল রায় তাই আজ পুকুর বিজেপি দলীয় ফ্ল্যাগ লাগলো হয়েছে। এর পাশাপাশি টুলু মার্ডি আর বলেন, হরিবাস আর্থিক অনুদান না পেলে পুকুর ছাড়বো না ছাড়ছি না।
অন্যদিকে পুকুর টেন্ডার পাওয়া তৃণমূল কর্মী মহেশ রায় বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এটি পঞ্চায়েতের পুকুর হরিবাসর নামে কোন ট্রেড লাইসেন্স (মৎ ফেরকা রিসিভ) নেই। বিজেপির রাজনৈতিক চক্রান্ত করছে। এই বছর একুশ হাজার ছয়শো চোদ্দো টাকা এই পুকুরটি টেন্ডার পেয়েছে মহেশ চন্দ্র রায় ও বিমল রায়। পুকুরে বিজেপির দলীয় পতাকা লাগানো কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। মহেশ এবং বিমল বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে।