Type Here to Get Search Results !

Monami Ghosh-Subhasish Mukherjee: শুভাশিসের প্রেমে হাবুডুবু সুন্দরী মনামী, নতুন গুঞ্জন টলিপাড়ায়




আপনার নিউজ ডেক্স:- টলিপাড়ায় গুঞ্জনের অভাব নেই। কখনও যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। কখনও নায়কের পরকীয়ার জেরে তাঁর স্ত্রীর সমস্ত পুরনো ছবি মুছে ফেলা নিয়ে কানাকানি। হালফিলের খবর, শুভাশিস মুখোপাধ্যায়-মনামী ঘোষও নাকি সম্পর্কে জড়িয়েছেন। বিয়েও করতে চলেছেন তাঁরা! ৪০ বছরের ব্যবধান মুছে সত্যিই কি সাতপাক ঘুরছেন? কবে করবেন বিয়ে? শুভাশিসের তো স্ত্রী রয়েছে, তবে কি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন এ বর্ষীয়ান অভিনেতা? 


ব্যাপার কী? প্রশ্নের উত্তর রয়েছে মনামীর সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টে। আসলে মনামী ও শুভাশিসের এই প্রেম অফস্ক্রিন নয় অনস্ক্রিনে হচ্ছে। রাজু মজুমদার পরিচালিত 'ফণীবাবু যুগ যুগ জিও' সিনেমায় জুটি বাঁধছেন দুজন। চিত্রনাট্য-সহ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "এমন মন কেড়ে নেওয়া, দারুণ আর পাঁজরে সুড়সুড়ি দেওয়া স্ক্রিপ্ট আমি আগে কখনও পড়িনি... আমার পরবর্তী..।"



দুজনের বয়সের ফারাক তো প্রচুর। এ বিষয়ে মনামীর কোনও সমস্যা নেই। বরং তিনি চিত্রনাট্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, অসম বয়সের এই জুটিই বড়পর্দায় গল্প জমিয়ে দেবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে, চিত্রনাট্যের প্রয়োজনেই এমন জুটি। কারণ গল্প আবর্তিত হবে বৃদ্ধস্য তরুণী ভার্যাকে কেন্দ্র করে। আর তাতে নানা হাসি-মজার মুহূর্ত থাকবে।  স্ক্রিপ্টের উপরে লেখা 'সুন্দরী'। মনে করা হচ্ছে, এটিই মনামীর চরিত্রের নাম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side