মালদা:- বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্লাস চলাকালীন গণিত বিভাগের এক ছাত্রীর উপর হামলা। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি অভিযুক্ত যুবক আত্মহত্যা চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে বৃহস্পতিবার ক্লাস চলছিল। তখনই সেখানকার করিডোরে আচমকা ছাত্রীকে অভিযুক্ত ছাত্র কোপ দেন বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের করিডোরে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী দাবি করেছেন, বৃহস্পতিবার গণিত বিভাগে পরীক্ষা চলছিল। তখনই এই কাণ্ড হয়েছে। তিনি জানিয়েছেন,আক্রান্ত ছাত্রী অসম থেকে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত চার্জ) তথা ডেভলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে ঘটেছে এই কাণ্ড। অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর হাতে একটি ছুরি ছিল বলে শোনা গিয়েছে। রাজীব আরও জানিয়েছেন, যাঁকে কোপানোর অভিযোগ উঠেছে, তিনি এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আক্রান্ত ছাত্রী সম্ভবত গণিত বিভাগের।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত চার্জ) জানান, ‘আক্রান্ত ছাত্রী এবং অভিযুক্ত ছাত্র, দু’জনেই আমাদের বিশ্ববিদ্যালয়ের। এখন কী ভাবে ওঁদের জীবন বাঁচানো যায়, সেই বিষয়টাই দেখছি। উপাচার্যও এই বিষয়টি দেখছেন। হঠাৎ করে এই কাণ্ড ঘটে গিয়েছে। আগে দু’জনের জীবন সংশয় কাটুক। তার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।’’