Type Here to Get Search Results !

আপনার এলাকায় BSNL-র নেটওয়ার্ক ঠিক ঠাক কাজ করছে? চেক করুন খুব সহজ পদ্ধতিতে


আপনার নিউজ ডেক্স:- চলতি মাসের ৩ তারিখ থেকে দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্লানের মূল্যবৃদ্ধি করেছে। কেবলমাত্র bsnl তাদের রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তন রেখেছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ব্যবহারকারী গ্রাহকেরা অন্যান্য টেলিকম সংস্থা থেকে পোর্ট করে বিএসেনেল এ আসছে। তবে বিএসএনএল সিম নেওয়ার আগে তার নেটওয়ার্ক পাবেন কিনা নিশ্চিত হওয়া উচিত। বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়ানোর পর অনেকেই বিকল্প পথ দেখতে শুরু করেছেন। আর সেই তালিকায় সবথেকে বড় ভরসা হয়ে উঠেছে বিএসএনএল। কিন্তু আপনি যে এলাকায় থাকেন সেখানে কি আদৌ বিএসএনএলের নেটওয়ার্ক রয়েছে? জানুন এই এইভাবে।



বিএসএনএল নেটওয়ার্ক কী ভাবে দেখবেন?


বিএসএনএলের নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য আপনাকে গুগল সার্চে আসতে হবে সেখানে সার্চ করতে nperf


প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ভিজিট করতে হবে


তারপর কান্ট্রিতে ক্লিক করে ভারত সিলেক্ট করতে হবে

এবার বিএসএনএল সিলেক্ট করতে হবে


এবার আপনি যে এলাকায় নেটওয়ার্ক কভারেজ সার্চ করতে চান, সেটি টাইপ করে সার্চ করুন


এছাড়া আপনি ম্যাপে জুম আউট করেই এলাকাটি দেখতে পারেন।



খুব সহজে এই সাইটে 3G/4G/5G নেটওয়ার্ক কভারেজ যাচাই করা যাবে। আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কেমন তা যাচাই করেই সিম পোর্ট করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে মনে রাখবেন, এখনও অবধি 5G শুরু করেনি বিএসএনএল। তাই 3G/4G/4G+ এই তিন পরিষেবার মধ্যেই নেটওয়ার্ক থাকতে পারে। সূত্রের খবর খুব তাড়াতাড়ি টাটার সাথে হাত মিলিয়ে যৌথভাবে ভারতবর্ষের 5G আনতে চলেছে বিএসএনএল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side