তনুজ জৈন ; মালদহ :- মানিকচক রাজ্য সড়ক অবরোধ। টায়ার জ্বেলে বিক্ষোভ। একই দাবিতে মানিকচকের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালায় বিক্ষোভকারীরা। বন্ধ যান চলাচল। ব্যাপক দুর্ভোগ। উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছালে পুলিশের গাড়ি ও ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী ও আহত হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে।মালদহের মানিয়াচকের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা।
আরও পড়ুন :- ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১২টি বগি
ক্ষিপ্ত বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রত্যেকদিন বিগত কিছুদিন ধরে দিন ও রাতে মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকচকে। প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুতের অভাবে চরম কষ্টে পড়তে হচ্ছে। পানীয় জলের সমস্যা, চাষবাসের সমস্যা, এমনকি দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু, বৃদ্ধসহ অসুস্থ মানুষজন সমস্যায় পড়ছেন। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনও ফল হয়নি। উল্টে গতকাল রাতে মানিকচক বিদ্যুৎ দপ্তরে সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এনায়েতপুরের বাসিন্দাদের। এসবের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে লাগাতার বিক্ষোভ, অবরোধ।
ঘটনাস্থলে মালদা জেলা পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্তারা এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে।