Type Here to Get Search Results !

ভারতের জনপ্রিয় ১০ জন অভিনেত্রী যারা মুসলিম ধর্ম পালন করেন



আপনার নিউজ ডেক্স :- আমাদের দেশ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই দেশে কোনও ধর্ম বড় কিংবা ছোট নয়। “সেক্যুলার” দেশের নাগরিকরা তাদের পছন্দমতো ধর্ম বেছে নিতে পারেন এবং সেই ধর্মের পথ অনুসরণ করতে পারেন। ভারতের প্রত্যেক বাসিন্দার ধর্মীয় পরিচয় তাদের মা-বাবার ধর্মপরিচয়ের উপর নির্ভর করে না। প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র ধর্মীয় মতাদর্শকে গুরুত্ব দেয় এবং স্বাগত জানায় ভারত। ঠিক এই কারণেই পৃথিবীর আর পাঁচটা দেশের থেকে আলাদা ভারত।


ভারতবর্ষে কোন হিন্দু ধর্মাবলম্বী মানুষ যদি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং সেই পথ অনুসরণ করেন তাহলে তাকে সমাজ “রে রে” করে তেড়ে আসতে পারবে না। ভারতের সংবিধান তার পাশে এসে দাঁড়াবে। সাধারণ হোক বা সেলিব্রিটি, সকলেই নিজের নিজের পছন্দমত ধর্মের অনুসরণ করতে পারেন ভারতে। আজ জেনে নিন বলিউডের সেই সমস্ত জনপ্রিয় অভিনেত্রীর কথা যারা ইসলাম ধর্ম পালন করেন। এই তথ্যগুলি নির্ঘাত আপনার জানা ছিল না।


আলিয়া ভাট : মহেশ ভাট এবং সোনি রাজদানের কনিষ্ঠ সন্তান আলিয়া ভাট। উল্লেখ্য মহেশ এবং সোনি উভয়েই কিন্তু জন্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী। মহেশ ভাট জন্মসূত্রে গুজরাটি এবং সোনি রাজদান কাশ্মীরী জার্মান। তবে মহেশ এবং সোনি বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঠিক এই কারণেই আলিয়া ইসলাম ধর্ম অনুসরণ করেন।



ক্যাটরিনা কাইফ : এই বিদেশী সুন্দরী কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। ক্যাটরিনা ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন মডেলও বটে। ক্যাটরিনা ভারতে এসে বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তেলেগু এবং মালায়ালাম ভাষাতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ক্যাটরিনার বাবা মোহম্মদ কাইফ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে লন্ডনে পাড়ি দেন। সেখানেই সুজানা টারকুটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। মোহাম্মদ কাইফ এবং সুজানা টারকুটের একমাত্র কন্যা ক্যাটরিনা। তার জন্ম হয়েছিল হংকংয়ে। তবে শৈশবেই মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়াতে ক্যাটরিনা তার মায়ের সঙ্গেই থাকতে শুরু করেন। তবে বাবার থেকে প্রাপ্ত ইসলাম ধর্মের প্রতি তেমন কোনও টান না থাকলেও ইসলাম ধর্মের অনুসারী ক্যাটরিনা।



নাজরিয়া নাজিন : মালায়ালাম এবং তামিল ভাষার বহু সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কেরিয়ারের প্রথম দিকে তিনি একটি ইসলামধর্মী টিভি শোতে সঞ্চালনা করতেন। মালায়লাম অভিনেতা ফাওয়াদ ফাজিলের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন নাজরিয়া। জন্মগত এবং বিবাহসূত্রেই তিনি ইসলাম ধর্মের অনুসারী।




হুমা কুরেশি : বলিউডের এই সুন্দরী অভিনেত্রী ইতিমধ্যেই হিন্দি মাধ্যমে ২০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। হুমার বাবা একজন কাশ্মীরি। হুমা জন্মগতভাবে ইসলাম ধর্মের অনুসারী।

সোহা আলী খান : পতৌদি নবাব বংশোদ্ভূত সোহা আলী খান জন্মসূত্রেই ইসলাম ধর্মের অনুসারী। একটি বাংলা চলচ্চিত্র মারফত তিনি তার ফিল্মি কেরিয়ার শুরু করেন। সোহার মা শর্মিলা ঠাকুর জন্মগতভাবে হিন্দু এবং তার বাবা মনসুর আলী খান পতৌদি জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী। সোহা তার বাবার ধর্ম মত অনুসরণ করেছেন।

জারিন খান : তামিল, পাঞ্জাবি এবং হিন্দি মাধ্যমের ছবিগুলিতে চুটিয়ে অভিনয় করেছেন এই সুন্দরী। মুম্বাই মহারাষ্ট্রের একটি মুসলিম পাঠান পরিবারে জন্ম জারিনের।

 

নার্গিস ফাখরি : এই সুন্দরীকে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তার জন্ম নিউইয়র্কে। তার বাবা ছিলেন পাকিস্তানি। তিনিও ইসলাম ধর্মের অনুসারী।

সারা আলি খান : পতৌদি নবাবের বংশোদ্ভূত সারা আলি খান সেইফ আলী খানের কন্যা। তার মা অমৃতা সিং হিন্দু ধর্মাবলম্বী হলেও বাবা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী তাই সারা ইসলাম ধর্ম পথ অনুসরণ করেন।

নোরা ফাতেহি : বলিউডে নোরার নাচ মানেই হিট। তিনি যে গানের নাচের সঙ্গেই কোমর দোলান না কেন, তা দর্শকদের মধ্যে ভাইরাল হয়ে পড়বে। বলিউডের আইটেম সং ডান্সার নোরা ফাতেহির নাচের জাদুতে ভারত তথা সমগ্র বিশ্ব মাতোয়ারা। তিনিও জন্মসূত্রেই ইসলাম ধর্মের অনুসারী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side