আপনার নিউজ ডেক্স:- বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই ফ্রিজের ব্যবহার বেড়েছে। ব্যস্ততার কারণে সবজি থেকে শুরু করে ফলমূল প্রতিদিন কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই ত বাড়িতে থাকা ফ্রিজের উপর চাপ বাড়ছে নিত্যদিন। বার বার রান্না করা, বাজার করার ঝক্কি থেকে বাঁচায় ফ্রিজ। শত ব্যস্ততার মাঝেও দৈনন্দিন যাপন এত সহজ করে দিয়েছে যে যন্ত্র, তারও তো চাই বাড়তি যত্ন। মাঝেমধ্যেই ফ্রিজ থেকে বোটকা গন্ধ। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, অবাঞ্ছিত আবর্জনা থেকেই দুর্গন্ধ তৈরি হয়, আর সেই গন্ধ ছড়িয়ে প়ড়ে রান্না করা খাবারেও। কিছু ঘরোয়া টোটকায় ফ্রিজের গন্ধ দূর করতে পারবেন খুব সহজেই।
বেকিং সোডা: আপনার ফ্রিজের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। প্রায় প্রত্যেকের রান্নাঘরে কমবেশি বেকিং সোডা থাকে। একটি বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজে রাখুন। দেখবেন বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ শুষে নিয়েছে।
কফি: ফ্রিজের দুর্গন্ধ দূর করতে আপনি কফিকেও কাজে লাগাতে পারেন অনায়াসে। একটি বাটিতে কফির গুঁড়ো নিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। দেখবেন ফ্রিজের দুর্গন্ধ দূর হবে নিমেষে।
লেবু: লেবু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইট্রাস ফল ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতেও সাহায্য করে। পাতি লেবু কেটে এক টুকরো ফ্রিজের মধ্যে রেখে দিন। লেবু ফ্রিজের গন্ধ দূর করতে সাহায্য করবে। এ ছাড়া পাতি লেবুর খোসাগুলি জমা করে একটি বাটিতে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। তা হলেই ম্যাজিকের মত ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে যাবে।