ডেক্স রিপোর্ট:- পঞ্চায়েত ভোট হয়ে গেছে অনেকদিন, তবে এখনো রাজ্যের অনেক জায়গায় পঞ্চায়েত সমিতি গুলো ত্রিশঙ্কু থাকায় তা গঠন করা যায়নি। এদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গাজোল ব্লক চত্ত্বর। প্রধানত তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে সৃষ্টি হয় সমস্যা।
উল্লেখ্য, এদিন গাজোল পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা। এই পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৪৫। এরমধ্যে তৃণমূলের দখলে আছে ২৪টি আসন। বিজেপির দখলে ১ টি আসন। বাম কংগ্রেস জোটের দুটি এবং নির্দল একটি আসনে জয়ী হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী স্থায়ী সমিতি গঠনে ১৫টি গ্রাম পঞ্চায়েত প্রধান, ৩ জন জেলা পরিষদ সদস্য, সাংসদ এবং বিধায়ক ভোট দেবেন। মোট ভোটারের সংখ্যা ৬৫। সঠিক সময়ের মধ্যে সবাই পৌঁছে যান পঞ্চায়েত সমিতি দপ্তরে।স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়াচলছিল সুষ্ঠুভাবেই । মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এরই মধ্যে তুলসীডাঙ্গা এলাকার একদল জয় হিন্দ বাহিনীর কর্মী সমর্থকেরা ঢুকে পড়ে ব্লকে। অন্যদিকে ভিড় করে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কথা কাটাকাটি হতেই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।
এই সংঘর্ষে উভয় পক্ষেরই বহু মানুষ আহত হন, গুরুতর আহতদের মালদা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ,জয় হিন্দ বাহিনী তাদের সমর্থকের বহু বাড়ি ঘর নষ্ট করেছে।