মালদা:- পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিল্পীদের সচেতন করতে শিল্পী সম্মেলন আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের বিজ্ঞান, জৈব ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতির দপ্তরের জেলা আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন শিল্পীরা।
জেলার শিল্পীরা সরকারের কি কি সুবিধা পেতে পারে এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা শিল্পীদের মাধ্যমে জনসাধারণের কাছ কি করে তুলে ধরা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় শিল্পী সম্মেলনে।