Type Here to Get Search Results !

সম্পূর্ণ বিনামূল্যে বছরের পর বছর সরকারি চাকরির কোচিং দিয়ে চলেছেন এই মাস্টারমশাই

বছরের পর বছর ধরে সরকারি চাকরির পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শিক্ষক অর্জুন বাবুর।



দক্ষিণ দিনাজপুর:জাতির মহান নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন। শিক্ষক তাদের ছাত্রদের প্রতি নিঃশর্ত ভালবাসা দেখান যা ছাত্রকে শিক্ষককে বিশ্বাস করতে সাহায্য করে। একজন মহান শিক্ষক তার প্রত্যেক ছাত্রকে তাদের নিজের সন্তানের মতো আচরণ করেন এবং তিনি বিশ্বাস করেন যে মহান ছাত্র অনেক জীবনকে দারুণভাবে বদলে দেবে শিক্ষাদানের মহান ব্রত যার কাজ, তিনিই প্রকৃত শিক্ষক। মহান শিক্ষকের পরশে অনেক ছেলেমেয়েদের স্বপ্ন ছোঁয়ার দৌড় বর্তমানে বাস্তব। অভাবী পরিবারের সন্তানদের মধ্যে, যাদের সম্ভাবনা রয়েছে এমন ছাত্র-ছাত্রীদের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের অর্জুন মন্ডল।

সম্পূর্ণ বিনামূল্যে বছরের পর বছর সরকারি চাকরির কোচিং দিয়ে চলেছেন অর্জুন বাবু। ছোট থেকেই নিজেও অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই জীবনের পথে অগ্রসর হয়েছেন অর্জুন বাবু। বর্তমানে উচ্চপদস্থ আধিকারিক পদে কর্মরত তিনি। জীবনে সফলতার মুখ দেখলেও শেকড়ের টান ভুলে যাননি অর্জুন বাবু। একটা সময় বহু শিক্ষক বিনামূল্যে পড়িয়েছে তাকে। করোনা কালে প্রথম উপলব্ধি,অসহায় দরিদ্র ছাত্রদের জন্য কিছু করতে হবে। যেই ভাবা সেই কাজ! সেই থেকেই শুরু বিনামূল্যে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার কাজ। দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর মালদা থেকেও বহু ছাত্র-ছাত্রী অর্জুন বাবুর কাছে সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে আসেন প্রত্যহ।

কয়েক বছরে WBCS, West Bengal Police, SSC GD,Army, BSF, CRPF, ANM ,GNM বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে প্রচুর ছাত্র ছাত্রী ইতিমধ্যেই সরকারি চাকরি পেয়েছেন।

প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের প্রথমে স্বপ্ন দেখানো, তারপর তা বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা

একটা সময় পয়সার অভাবে যে ছাত্রছাত্রীরা বড় সংস্থা এবং কোচিং সেন্টারে সরকারি চাকরির প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবতেও পারত না। তাদের পাশে দাঁড়িয়ে স্বপ্নকে সত্যি করে চলেছেন প্রত্যেক মুহূর্তে অর্জুন মন্ডল।

সম্পূর্ণ বিনামূল্যে পড়ানোর পাশাপাশি ছাত্রদের সমস্যায় বইপত্রসহ বিভিন্ন শিক্ষণ সামগ্রী দিয়ে সবসময় সাহায্য করেন এই শিক্ষক। এই শিক্ষক দিবসে আপনার নিউজ এর পক্ষ থেকে অর্জুন বাবুকে জানাই আগামী শুভেচ্ছা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side