মেহেরপুরের গাংনীতে আইন-শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ:- মেহেরপুরের গাংনীতে চােরাচালানী প্রতিরােধ ও আইনশৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), নাদির হােসেন শামীম।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী,গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী।