আপনার নিউজ,বালুরঘাট:- আজ রাখীবন্ধন ভ্রাতৃত্বের বন্ধন।এই ভ্রাতৃত্বের বন্ধনে বেধে নিতে দক্ষিন দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের সদস্য সদস্যদের হাতে রাখি পড়িয়ে দিলেন বি ব্লেস্ড যোগার সদস্য ও সদস্যারা।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, সভাপতি শংকর দাস, পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শান্তনু ঘোষ, বর্ণালী রায়, রতন দে, শঙ্কু কর্মকার, দুলাল সিংহ, সহ অন্যান্যরা।