Type Here to Get Search Results !

ইরানে হিজাবহীন স্বল্পবসনে গান গেয়ে মৃত্যুদণ্ডের মুখে তরুণী গায়িকা



আপনার নিউজ ডেক্স:- অনলাইন কনসার্টে হিজাব মাথায় না দিয়ে, সরু সুতোর মতো পোশাকে ইউটিউব কনসার্টে গান গেয়ে ইসলামি রাষ্ট্রের কঠিন আইনের গরাদ ভেঙে দিয়েছেন পারাসতু আহমদি। আর তা নিয়ে থরহরি কম্প দেখা দিয়েছে শরিয়ত আইনের অনুগামী ইরানি প্রশাসক মহলে। বুধবার আহমদির এই অনলাইন কনসার্ট ইতিমধ্যেই তারিফ কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

ইরানে প্রকাশ্যে মহিলাদের মঞ্চ উপস্থাপনা নিষিদ্ধ। হিজাব ছাড়া প্রকাশ্যে বেরনো নিষিদ্ধ। এমনকী মহিলাদের গান গাওয়াও নিষিদ্ধ। এইসব নিয়মের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এসেছেন আহমদি। দেশের একটি ঐতিহ্যবাহী সরাইখানায় তাঁর এই অনুষ্ঠানটি দর্শকহীনভাবে শ্যুট করা হয়। আহমদির চারজন পুরুষ সহযোগী বাজনদার মঞ্চের নীচে দাঁড়িয়ে বাজিয়েছেন। জায়গাটি একসময় সিল্ক রুট ব্যবসায়ী-পর্যটকদের বিশ্রামের জায়গা ছিল। অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। শনিবার পর্যন্ত ইউটিউবে ১০ লক্ষ ২০ হাজার ভিউ হয়েছে।

ইরানে বছরের পর বছর ধরে আইন রয়েছে যে, মহিলা শিল্পীরা কেবলমাত্র মহিলা দর্শকদের সামনেই গাইতে পারবেন। কিন্তু, তাঁর গান সম্প্রচার এবং তা ছড়িয়ে পড়ার পরেই আহমদির বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থার চররা। তেহরানের গোয়েন্দা বিভাগ ও পুলিশ-প্রশাসনের নির্দেশে আহমদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইরানি প্রশাসন জানিয়েছে, দেশের আইন ভঙ্গ করার অপরাধে আহমদি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দেশের সতিত্ব ও হিজাব সংস্কৃতি আইন অনুসারে আহমদিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side