Type Here to Get Search Results !

Dakshin Dinajpur: ইন্ডিয়া ওয়ান্টস্ মমতাদি (IWM) সোশ্যাল মিডিয়া কমিউনিটির জেলা কমিটি ঘোষণা


দিলদার আলী;কুশমন্ডি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দঃদিনাজপুর জেলার বিভিন্নভাবে দলীয় সংগঠনকে শক্ত করছে তৃণমূল কংগ্রেস। মূলত, রাজ্যজুড়ে যখন জনসংযোগের একটা মূল হাতিয়ার সোশ্যাল মিডিয়া, তখন সেই প্ল্যাটফর্মকে কোনোভাবেই হাতছাড়া করছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়া কমিউনিটি 'ইন্ডিয়া ওয়ান্ট্স্ মমতাদি' (IWM)-এর তরফ থেকে বিভিন্ন জেলা কমিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল (টুইটার) থেকে ঘোষণা করা হল। 


তাতে দেখা যাচ্ছে নবীন-প্রবীণ মেলবন্ধনে পারদর্শী ব্যক্তিদের আনা হয়েছে জেলা সভাপতি হিসেবে। যারা বিভিন্ন সময় দলের হয়ে সোশ্যাল মিডিয়াতে সওয়াল করে চলেছেন বিগত বেশ কয়েক বছর ধরে। IWM সোশ্যাল কমিউনিটির তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় পুনরায় সভাপতি করা হয়েছে রাফসান জানি-কে। সহ-সভাপতি মাফুজ রানা সরকার, সোহেবর আক্তার ও রাজুমুল হক সহ মোট ২০ জনের কমিটি ঘোষণা হয়েছে।


এরা সকলেই তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে জানা গেছে। কমিউনিটি সূত্রে জানা গেছে, কলকাতার পিসি চন্দ্র গার্ডেন্সে সদ্য সমাপ্ত IWM সামিট-২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি ও বর্ষীয়ান সাংসদ সুব্রত বক্সী। তিনি সব টাউন-ব্লকে IWM কমিটি গঠন করার নির্দেশ দেন। তাঁরই নির্দেশানুসারে জেলা সভাপতি রাফসান জানি বলেন, আগামী এক মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত টাউন-ব্লক কমিটি গঠন করা হবে

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side