মালদা;তনুজ জৈন;০৫নভেম্বর: খবরের জেরে জেলা শাসকের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে শুরু হল রাস্তা মেরামতির কাজ। চলতি মাসেই ২ কোটি ১১ টাকা অর্থ বরাদ্দে সম্পূর্ণ রাস্তা মেরামতির কাজও শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাল এলাকাবাসী।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গোপাল কেডিয়া মোড় থেকে গোলা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল। ওই রাস্তাতেই কালভার্টের ওপরে সেতুতে তৈরি হয়ে ছিল বড় গর্ত। সেখানে গতকাল সোমবার একটি অ্যাম্বুলেন্স পড়ে যায়। কিন্তু বরাত জোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পায় রোগী সহ রোগী পরিবারের লোকেরা।এই ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। দ্রুত রাস্তা সংস্কারের দাবি উঠে। শুরু হয় রাজনৈতিক তরজা। সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। তারপরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। জেলাশাসক তড়িঘড়ি নির্দেশ দেন ব্লক প্রশাসনকে। কালভার্টের যে অংশে গর্ত রয়েছে সেখানে একদিনের মধ্যে সংস্কার করার জন্য। সেই অনুযায়ী আজ কাজ শুরু। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে সম্পূর্ণ রাস্তার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। নভেম্বরের ১৮ তারিখের পর কাজ শুরু হয়ে যাবে। এখানে অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা। এলাকার মানুষ সংবাদমাধ্যম এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।