মালদা;তনুজ জৈন;০৪নভেম্বর: দুই বছর আগে ঢাকঢোল পিটিয়ে হয়ে ছিল রাস্তার শিল্যানাস। পরবর্তীতে ছয় মাস পরেই বেহাল হয়ে যায় রাস্তা। উঠে যায় পিচের চাদর। এবার সেই বেহাল রাস্তায় কালভার্টের গর্তে পড়ে গেল অ্যাম্বুলেন্স। বড় বিপদের মুখ থেকে রক্ষা পেল রোগী রোগীর পরিবার এবং অ্যাম্বুলেন্স চালক। বেহাল রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকায়। এই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে রাস্তায় কি ভাবে উন্নয়ন দাঁড়িয়ে আছে কটাক্ষের সুর বিজেপির গলায়। বিজেপির সাংসদ নিজেও কোনো কাজ করছেন না পাল্টা তৃণমূল।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গোপাল কেডিয়া মোড় থেকে গোলা মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তার চারিদিকে ছোট বড় গর্ত। ওই রাস্তাতেই একটি কালভার্টের উপরে বড় গর্ত হয়েছে। ব্যাপক সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে। সেখানে এদিন রোগীবাহী একটি এম্বুলেন্স গর্তে পড়ে যায়। যদিও বরাত জোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সকলে। যদিও দু বছর আগে এই রাস্তা ৭৫ লক্ষ টাকা দিয়ে সংস্কারের জন্য শিলান্যাস হয়েছিল। তবে কাজ এতটাই নিম্নমানের হয়। ছয় মাস পর উঠে যায় পিচের চাদর উঠে যায়। তারপর থেকেই আর সংস্কার হয়নি। যদিও জেলাশাসক নিতিন সিংহানিয়া এই ঘটনার পর ব্লক প্রশাসনকে একদিনের মধ্যে কালভার্টের গর্ত সংস্কারের নির্দেশ দিয়েছেন। বিজেপির অভিযোগ কাটমানি ছাড়া কোন কাজ হয় না। তাই রাস্তা টেকে না এরা বড় বিপদের অপেক্ষা করছে তারপর হুশ ফিরবে। যদিও তৃণমূলের দাবি এর আগে রাস্তার কাজ হওয়ার পর সেই রাস্তা ফের বেহাল হয়ে গেছে।দ্রুত টেন্ডার করেই রাস্তা সংস্কার হবে। কিন্তু উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিজে কোন কাজ করেন না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।