বালুরঘাট:- জেলা হাসপাতালেই বিরল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ড. হাসান সুবীদ। এই ধরনের চিকিৎসার জন্য এত দিন রোগীদের অন্যত্র যেতে হলেও, এখন তা সম্ভব হচ্ছে জেলার মধ্যেই।
জানা গিয়েছে, সেওয়ই এলাকার বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) গত কয়েক মাস ধরে বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তার পায়ের নীচের অংশ পচতে শুরু করে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, আক্রান্ত অংশ বাদ না দিলে তার প্রাণ বাঁচানো সম্ভব নয়।
অস্ত্রোপচারের জন্য বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না সঞ্জয়ের পরিবারের। সেই সময়ই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ড. হাসান সুবীদ ও তার টিম এগিয়ে আসেন। অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগী এখন স্থিতিশীল এবং সেরে উঠছেন।
বালুরঘাটে এমন বিরল চিকিৎসার ঘটনা প্রথম নয়। সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হওয়ার পর থেকেই আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা স্থানীয়দের জন্য সহজলভ্য হয়েছে। চিকিৎসক ড. হাসান সুবীদ জানান, "এই অস্ত্রোপচারটি চ্যালেঞ্জিং হলেও, আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগীকে বাঁচাতে পারার আনন্দই আমাদের প্রেরণা।"
স্থানীয় মানুষ ও রোগীর পরিবার চিকিৎসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, জেলা হাসপাতালের এই উন্নত পরিষেবা মানুষের কাছে আশীর্বাদস্বরূপ।