দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আদিবাসী সিঙ্গেল অভিযান পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল এবং কুশমন্ডি বুনিয়াদপুর ১০নমহ রাজ্য সড়ক আধাঘন্টা অবরোধ করা হয় আদিবাসী সিঙ্গেল অভিযান সমর্থকদের পক্ষ থেকে। পরবর্তীতে। কুশমন্ডি থানায় আইসি রকাছে তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার আদিবাসী সিঙ্গেল অভিযান সভাপতি পরিমল মার্ডি জেলা আদিবাসী জাকাত মাঝি সম্পাদক বিক্রম মুর্মু কুশমন্ডি ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযান সভাপতি প্রদীপ মুর্মু সহ অনেকেই।
মুলত দাবী গুলি হল নারী নির্যাতনের কেস গুলি যত্ন সহকারে দেখতে হযবে । খ্যাতিয়ান থাকা সত্ত্বেও জমির মালিক কে মালিকানা মর্যাদা দেওয়া হচ্ছে না, পুলিশ প্রশাসন প্রক্ষপাত করছে কেন? থানায় আশা জনসাধারণ কে হয়রানি করা হচ্ছে কেন।
এই সমস্ত দাবী খ্যাতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা। এই বিষয়ে বলতে গিয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি পরিমল মার্ডি বলেন আমদের দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হবো। এদিন কুশমন্ডি থানায় বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল যেন আপত্তিকর ঘটনা না ঘটে।