দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আরজি কর ধর্ষণ কাণ্ড প্রতিবাদ কুশমন্ডি চৌরাস্তা কুশমন্ডি বুনিয়াদপুর ১০ নম্বর রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় দঃদিনাজপুর জেলার বিজেপি সহ সভাপতি রঞ্জিত রায় কুশমন্ডি মন্ডল সভাপতি অজিত সরকার রাজেশ সরকার বিজেপি যুব মোর্চা সভাপতি মহন্তস সাহা সহ অনেকেই। এদিন ১২ থেকে দুপুর ২টা পযন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। ঘটনা স্থলে কুশমন্ডি বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন ছিলেন।এই বিষয়ে জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন আর্জিকর হাসপাতালে ধর্ষণ কাণ্ড প্রতিবাদ কুশমন্ডি চৌরাস্তা বিক্ষোভ করে অবরোধ করা আমাদের লড়াই চলবে দোষী দের অবিলম্বে গ্ৰেপ্তার করতে হবে বলে জানান জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়।