Type Here to Get Search Results !

Swapnil Kusale: স্বপ্নপূরণ স্বপ্নিলের,অলিম্পিক্সে শুটিংয়ে পদক দিলেন ভারতকে



আপনার নিউজ ডেক্স:-  আর এক ইতিহাস সৃষ্টি হলো অলিম্পিক্সে ভারতকে শুটিং থেকে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভোপালের স্বপ্নিল কুসালে। বৃহস্পতিবার দুপুরে তিনি থ্রি পজিশন ৫০ মিটার রাইফেল ইভেন্টে পদক আনলেন। তিনি শুরু থেকেই দাপটের সঙ্গে গুলি ছুড়ছিলেন। তিনি পদক জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন।


গতকাল তিনি সপ্তম স্থানে থেকে কঠিন লড়াই দিয়ে ফাইনালে উঠেছিলেন। তারপর থেকেই সারা দেশের মানুষ তাঁর দিকে তাকিয়ে ছিল। সেই স্বপ্ন পূরণ করলেন ২৬ বছরের শুটার। তাঁকে দেখে একবারও মনে হয়নি তিনি প্রথম অলিম্পিক্সে নেমেছেন। 


স্বপ্নিলের আইডল হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এম এস ধোনি। স্বপ্ননীল রেলওয়ের টিকিট কালেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। গতকালই জানিয়েছিলেন, ফাইনাল ইভেন্টেও ধোনির মতো ঠাণ্ডা মাথা রেখে বাজিমাত করতে হবে। স্বপ্নিল এগোচ্ছিলেন সোনার জন্য, কিন্তু তিনি যখন সেটি হারালেন, কোনও একটি পদকের জন্য মরিয়া ছিলেন। সেই লক্ষ্যে সফল এই শুটার। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side