আপনার নিউজ ডেক্স:- গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক আরোহী। আজ আবার এক অভিনেতা দুর্ঘটনার কবলে খবর এল সামনে। যদিও ঘটনাটি গতকাল অর্থাৎ শুক্রবারে ঘটেছে।
‘কথা’ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তাঁর সহকারী অ্যাপ ক্যাব বুক করেন। জেমস লং সরণীতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। ঘটনার আকস্মিকতা এখনও ভুলতে পারছেন না সাহেব।
যদিও দুর্ঘটনায় সাহেবের চোট অল্প। কিন্তু গুরুতর জখম হয়েছে অভিনেতার সহকারী। তাঁর হাতে কাচের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সাহেব বললেন, ‘‘আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা ছেড়ে দেন। তবে আমার সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও আজ বাড়ি ফিরেছে।”