আপনার নিউজ ডেক্স:- আরজি কর ডাক্তার ছাত্রীর মৃত্যুর পরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। রাজ্যের বাইরে বেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এর এর মাঝে ১৪ ই আগস্ট রাত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা আর জি করের ঘটনার সঠিক তদন্তের মধ্য দিয়ে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ করে। প্রতিবাদের নাম দেয়া হয়েছিল 'মেয়েদের রাত্রি দখল'। আর সেদিনই আরজি করে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার মধ্যরাতে আরজি করে হামলার একটি ভিডিও এক্স(সাবেক টুইটার) শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিকট অরাজনৈতিক একটি প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গুণ্ডাদের পাঠিয়েছিলেন। তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ধূর্ত মানুষ মনে করেন। কেউ বুঝতে পারবে না তিনিই প্রতিবাদকারীদের সঙ্গে দুষ্কৃতীদের মিশিয়ে আরজি করে হাসপাতালে হামলা চালিয়েছেন’।
শুভেন্দুর দাবি, তৃণমূল ‘নির্বোধ’ গুণ্ডারা এই পরিকল্পনা ত্রুটিহীনভাবে বাস্তবায়িত করতে পারেনি। প্রতিবাদী রেসিডেন্ট ডাক্তার, পিজিটি এবং ইন্টার্নদের ধর্না মঞ্চ ভাঙচুরের সঙ্গেই তাঁদের পরিচয় প্রকাশ্যে চলে আসে। যারা আন্দোলন সমর্থন করতে এসেছেন, তাঁরা কেন আন্দোলনের উপকেন্দ্রে ভাঙচুর চালাবে? প্রশ্ন বিরোধী দলনেতার। সবশেষে শুভেন্দু লেখেন, গোটা রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হলেও শুধুমাত্র আরজি করে কেন হামলার (RG Kar Hospital Attack) ঘটনা ঘটল? ‘রাজ্যপালের এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তথ্যপ্রমাণ নষ্টের এই চেষ্টার বিষয়টি সিবিআইয়ের মাথায় রাখা উচিত’, দাবি করেন বিজেপি নেতা।