আপনার নিউজ ডেক্স:- আরজি কর ঘটনা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিরোধী দলগুলো। ১৪ ই আগস্ট হাসপাতলে দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত প্রতিটি ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। সেই মোতাবেক খড়্গপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে পথ অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেখানে বেফাস মন্তব্য করে ফেলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, যখন পুলিশেরা ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন ডাক্তারদের উচিত পুলিশ এবং পুলিশদের পরিবারদের চিকিৎসা থেকে বয়কট করা।
রাজ্য রাজনীতিতে বরাবর দিলীপ ঘোষ একটু আলাদা রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন বিজেপির হয়ে এই বঙ্গে লড়াই করেছেন তিনি। তবে আর বক্তৃতা আর দশটা নেতা নেত্রীর মতো নয়। তিনি বরাবর যেমন স্পষ্টবাদী ঠিক তেমনি মাঝে মাঝে ব্রেকফাস্ট মন্তব্য করে ফেলেন। শুক্রবারের দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলার পেছনে বাম বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।