Type Here to Get Search Results !

NCB তে চাকরির সুযোগ! ৩৯হাজার টাকা মাসিক বেতন, দেখুন কিভাবে আবেদন করবেন


Narcotics Control Bureau New Recruitment 2024

আপনার নিউজ ডেক্স:- (Job in NCB) আপনি যদি গ্রাজুয়েশন করে চাকরি প্রত্যাশী হন, তবে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সুখবর। নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে মাসিক বেতন রয়েছে ১৫ থেকে ৩৯ হাজার টাকা পর্যন্ত। তাহলে আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান, কিভাবে করবেন? এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হল। প্রতিবেদনটি আপনাকে সাহায্য করবে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে। 


চাকরির বিবরণ 


দেখুন শূন্যপদের নাম: নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB) এর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।


জানুন শূন্যপদের সংখ্যা: এই বিজ্ঞপ্তিতে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ আছে ০৮ টি।


মাসিক বেতন কত: চাকরি আগ্রহীদের এখানে প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০/- টাকা পর্যন্ত।



এবার দেখুন কি যোগ্যতার প্রয়োজন (How To Eligibility Criteria NCB Recruitment 2024)


প্রার্থীরা নেশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ থেকে ডিপুটি ডিরেক্টর ও জোনাল ডিরেক্টর পদে আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন।



এবার দেখুন বয়সসীমা: ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে এখানে আবেদনকারীর বয়স সীমা হতে হবে সর্বোচ্চ ৫৬ বছর।


এবার দেখুন অবেদন করার পদ্ধতি (NCB Recruitment 2024 Apply Process)



আগ্ররা প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন 

তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন এবং সেখানে আবেদনকারীর নাম, তার বাসস্থানের ঠিকানা সহ যাবতীয় কার্যক্রমে তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করে নিবেন।


এরপর যোগ্য প্রার্থীর বয়সের প্রমাণপত্র, পরিচয় প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথি পত্র গুলোর জেরক্স এর সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরে নিবেন।


তারপর নিচে দেওয়া সঠিক ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে মুখবন্ধ খামে ভরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিবেন।


অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার ঠিকানা: যোগ্য প্রার্থীদের কে স্পিড পোস্টের মাধ্যমে Deputy Director General (P&A), Narcotics Control Bureau Head Quarters, 2nd Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, New Delhi-110066 এই ঠিকানায় পাঠিয়ে দিবেন।



আবেদনের শেষ তারিখ:- অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩০ জুলাই ২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। 


অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটnarcoticsindia.nic.in
অন্যান্য চাকরির আপডেটView More
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side