Debangshu Bhattacharya on Meyeder Raat Dokhol
আপনার নিউজ ডেক্স:- আরজি কর ঘটনার তদন্তের দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছেন সিবিআই। তবে প্রতিবাদের মাত্র কিছুতেই কমছে না। ওটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। স্বাধীনতা দিবসের পূর্বলগ্নে বুধবার রাত্রিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা প্রতিবাদ প্রদর্শিত করবেন। নাম দেওয়া হয়েছে 'মেয়েদের রাত দখল'। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিরম্বনায় পড়েছে দল তৃণমূল। দলের বিভিন্ন স্তরে নেতা-নেত্রীরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। আবার কিছু কিছু নেতা-নেত্রী রয়েছে ভিন্নমত। ইতিমধ্যেই এই আন্দোলনকে সিপিএম বিজেপির নাটক বলে ফেসবুকে লিখেছেন কুনাল ঘোষ।
এবার ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, বামেরা এই আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে চাইছে। নারীদের আন্দোলন হাইজ্যাক করতে চাইছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লেখেন, ‘রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল। সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক। শুধু খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি সেঁকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। বাকি, আমার মা, দিদি, বোনেদের শুভেচ্ছা।’
এর আগে গতকাল আরজি করের ঘরের দেওয়াল ভাঙার ঘটনা নিয়েও পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফেক নিউজ ছড়াবেন না। কোনও সেমিনার রুম ভাঙ্গা হচ্ছিল না। যে রুম ভাঙ্গা হচ্ছিল সেটা অ-ব্যবহৃত অবস্থায় থাকতো। তাই সেটাকেই রেনোভেট করে ফিমেল রেস্টরুম তৈরির কাজ চলছিল। পরবর্তীকালে পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ করা হয়। মনে রাখবেন গোটা হসপিটালটা কিন্তু সিল করা হয়নি। ফলে হাসপাতালের অন্য কোন অংশে কোন কাজ হবে না, এ কথা যারা রটাচ্ছে, তারা ঘটনাপ্রবাহকে জটিল করার চেষ্টা করছে কেবলমাত্র।’