Type Here to Get Search Results !

Kushmandi News: কুশমন্ডি ব্লকে ডিকুল এলাকায় অনুষ্ঠিত হলে বিজেপি-র কার্যকারীনি বৈঠক


দিলদার আলী; কুশমন্ডি:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ডিকুল এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির বর্ধিত কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হলো। 


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়। মন্ডল সভাপতি বিধান মণ্ডল, মন্ডল ইনচার্জ অলক চৌহান ও রঞ্জিত রায়, মন্ডল সাধারণ সম্পাদক জীবন সরকারসহ অনেকই। 

এদিন ভারতীয় জনতা পার্টি দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে ভারতীয় জনতা পার্টি কার্যকারীনি বৈঠক শুরু হয় । গোটা জেলা জুড়ে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় যুগ থেকে সংগঠনকে ঢেলে সাজাতে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যকর্তরা। ২০২৪ লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ড.সুকান্ত মজুমদার জয়লাভ করলেও, ২০১৯ - এর লোকসভার তুলনায় মার্জিন কমেছিল অনেকটাই। কেবলমাত্র বালুরঘাট ও তপনের উপর নির্ভর করেই ২০২৪ এর লোকসভা ভোটে বৈতরণী পার করেছিলেন বিজেপির প্রার্থী। তাই আগামী ২০২৬ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে জেলায় রাজনৈতিক সংগঠন বৃদ্ধিতে মন দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপি সমর্থকদের নিয়ে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়ে বলে জানান জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side