দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূল নির্বাচনী কার্যালয়ে একটি অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন শতাধিক পরিবার।
কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় হাত ধরে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম দেউল অঞ্চল সভাপতি নকুল রায় মুজাফোর হসেন পরেশ চন্দ্র রায় সহ অনেকেই।
২০২৬ সালে বিধানসভা সামনে রেখে এই যোগদান বলে জানান কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়।এই বিষয়ে যোগদানকারী বলেন ভারতীয় জনতা পার্টি কাজের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন রাজ্য সরকার উন্নয়ন দেখে যোগদান করলাম তৃণমূল কংগ্রেস কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম।