আপনার নিউজ ডেক্স:- (Job News) আর্থিক অভাবে অনেকেই মাধ্যমিক পাস করার পর পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। আবার অনেকে উচ্চতর শিক্ষা নেওয়ার পরেও চাকরি পাচ্ছেন না। রাজ্যের যে সমস্ত মাধ্যমিক পাশের প্রার্থীরা যারা একটি ভালো চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য দারুন সুখবর। ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফ্লেবোটোমিস্ট পদে মাত্র কয়েকজন কর্মী নিয়োগ হবে। এখানে ঝাড়গ্রাম জেলা সহ অন্যান্য জেলার মাধ্যমিক পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাহলে দেখুন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন, বয়স, ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত। প্রতিবেদনটি আপনার উপকারে আসলে আমাদের সার্থকতা।
দেখুন আবেদন পদ্ধতি (Jhargram Government Medical College & Hospital Recruitment 2024 Apply Prosess)
আগ্রহ ও যোগ্য প্রার্থীদের কে এখানে অফলাইন মোড তথা ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে আবেদন জানাতে হবে।
সবার প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করুন।
তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি আলাদা করে প্রিন্ট আউট করুন।
তারপর হাতে কলমে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করুন।
তারপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্রটি ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো ভরে নিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন।
আবেদন পত্র জমা দেওয়ার তারিখ: আগ্রহীদের কে আগামী ২৩ আগস্ট ২০২৪ তারিখ সকাল দশটার মধ্যে উপস্থিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লেবোটোমিস্ট পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের কে সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ফ্লেবোটোমিস্ট পদ
শূণ্যপদ: মাত্র দুটি শূন্যপদ
মাসিক বেতন: মাসিক ৫,০০০/- টাকা বেতন
বয়সসীমা: ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লেবোটোমিস্ট পদে আবেদন করার জন্য এসটি, এসসি ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের বয়স দরকার সর্বোচ্চ ৪৫ বছর এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়স দরকার সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা: আগ্রহীদেরকে College Counselling Room, Academic Building, Jhargram Govt. Medical Collage & Hospital, Jhargram এই ঠিকানায় গিয়ে জমা করে দিবেন।