বিদ্যুৎ কুমার মাহাতো; আপনার নিউজ:- মধুচক্রের আসর থেকে বহিরাগত দুই মহিলা ও মধুচক্র চালানোর অভিযোগে মালকিনি সহ মোট তিন মহিলাকে গ্রেফতার করলো হিলি থানার পুলিশ।রবিবার সকালে ঘটনাটি ঘটেদক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে এলাকায়।
এলাকার বাসিন্দা নিতাই সরকার, স্বপ্না দেবনাথ ও সোহাগ সরকাররা জানিয়েছেন যে, বালুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এক মহিলা বহিরাগত পুরুষ এবং মহিলাদের এনে অবৈধ বা আপত্তিজনক কাজে লিপ্ত করত। এককথায় মধুচক্রের আসর বসাতো বলে অভিযোগ । এলাকার সুষ্ঠু পারিপার্শ্বিক পরিবেশ রক্ষা এবং সমাজ সুষ্ঠু ও স্বাভাবিক করার জন্য বহুবার এইসব অসৎ কাজ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু বারবার বহিরাগত মহিলাদের এনে এবং বাড়িতে মধুচক্রের আসর বসাতেন ধৃত মহিলা। গ্রামের সকলে একত্রিত হয়ে ঐ মধুচক্রের আসর তথা বাড়ি থেকে মহিলাদের ধরে হিলি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে তারা জানিয়েছেন। এই ঘটনার পর বালুপাড়া এলাকায় যাহাতে কোনোভাবেই অসৎ কাজের উদ্দেশ্যে মধুচক্র আর না বসে সেই বিষয়ে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিন মহিলার বিরুদ্ধে যাতে প্রশাসন কড়া ব্যবস্থা নেয়, এনিয়ে লিখিত আকারে অনুরোধ জানানো হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।