রঞ্জন সাহা, ময়নাগুড়ি ৭- সেপ্টেম্বর:- জ্বলতেছে আসা পুণ্যার্থীদের থেকে ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক টোটো চালক। সোমবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি নতুন বাজার সংলগ্ন বিবেকানন্দ পল্লী থেকে পুণ্যার্থীর বেশে দুইজন সুব্রত দে, খার, টোটো ভাড়া নিয়ে জল্পেশে যায়। কিন্তু জল্পেশ মন্দিরে জল না ঢেলে তারা ফের ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন একটি পান শালার
সামনে আসেন। এবং ওই টোটোর দুই যাত্রী সুব্রত কে একটি ঠান্ডা পানীয় ও কেকের প্যাকেট খেতে দেন। এরপর সুব্রত কে তারা অন্য একটি পানীয় খাওয়ায় ওই পানিও খাওয়ানোর পরে সুব্রত অসুস্থ বোধ করায় তার এক পরিচিতি টোটো চালক সুজন বল কে ফোন করে ওই স্থানে ডেকে নিয়ে আসেন।। এরপর সুজন ওই দুই যাত্রীকে ময়নাগুড়ি রোড উড়ালপুল সংলগ্ন এলাকায় নামিয়ে দিয়ে এসে রাত একটা নাগাদ সুব্রত কে বাড়ি পৌঁছে দেয় সুজন। অসুস্থদের প্রত্যেকের বাড়ি পেটকাটি এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার বিকেল পর্যন্ত সুব্রত বাড়িতে ঘুমিয়ে ছিল। বাড়ির লোক ভেবেছিলেন রাত পর্যন্ত টোটো চালানোর ফলে ক্লান্ত রয়েছে সুব্রত। সেই কারণে বাড়ির লোক কেউ ডাকাডাকি করেনি। বিকেলের দিকে সুব্রতর টোটোর ডিগিতে থাকা ঠান্ডা পানীয় বের করে খায় তার পাঁচ বছরের মেয়ে সায়নী দে,খা, ও মা গৌরী দে,খা। পানীয়টি খাবারের সাথে সাথে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়ে। সুব্রত, সায়নী, ও গৌরী দেবীকে নিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে আসে। হাসপাতালে আসার পর সুজন ওই বোতল থেকে পানীয় পান করলে সেও অসুস্থ হয়ে যায়। এদের মধ্যে সায়নী ও গৌরীকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। গোটা বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। টোটো চালক সুব্রতর বক্তব্য দুই ধরনের পানিওর মধ্যেই কিছু মেশানো ছিল। আমি বুঝতে পারিনি, বাকিরা ও না বুঝে পানীয় পান করে অসুস্থ হয়ে পড়েন।
সুব্রতর স্ত্রী সবিতা রায় ও তার পরিবারের অভিযোগ এক মাস আগে স্বামী নতুন টোটো কিনেছে।। আমার মনে হয় টোটো ছিনতাই এর উদ্দেশ্যে পুণ্যার্থীর বেশে ছিনতাইকারীরা পানির সঙ্গে মাদক মিশিয়েছিলেন। গোটা বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।