![]() |
ছবি@ আপনার নিউজ |
দিলদার আলী; আপনার নিউজ:- আরজি কর কান্ড নিয়ে উত্তাল রাজ্য। দোষীদের শাস্তির দাবি জানানো হচ্ছে সব পক্ষ থেকে। সোমবার কুশমন্ডি ব্লকের কদমতলী এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর কান্ডের প্রতিবাদে মিছিল ও পথসভা করল তৃণমূল। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার।
মঙ্গলবার আরজি কর কান্ডের প্রতিবাদে 'ছাত্র সমাজ' নামক অরাজনৈতিক ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ এর পিছনে বাম বিজেপির হাত রয়েছে। এদিন এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে প্রতিবাদ সংগঠিত করা হয়। ২৮ এ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্য মনিত করতে ইতিমধ্যেই জেলা জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল।
কুশমন্ডির এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, ছাত্রী মৃত্যুকে হাতিয়ার করে রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধীদল গুলো। সামাজিক লড়াইকে রাজনৈতিক লড়াইকে পরিণত করা হচ্ছে। এর পাশাপাশি তৃণমূল নেতৃত্বে জানান,' এই ঘটনার তদন্ত সিবিআই করছে, কিন্তু বিরোধী দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে..... প্রতিবাদ করতে হলে সিজিও সামনে করা উচিত নবান্নে নয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, গপেন সরকার মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা।